চেতনার নয়টি জিন্দালাশ জ্বলজ্বল তাকিয়ে আছে
আকাশে ইয়াক-১৩০ এবং এফ -৭।
রাস্তায় এমটিবি ২০০০ এবং এমটি-এলবি
সুসজ্জিত আছে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এমএফ-৯০।
গলিতে গলিতে শোষক জুলুমবাজ সামরিক বাহিনী
হাতে হেক্লার অ্যান্ড কচ এমপি-৫,সারসিলমাজ শটগান।
ভালোবাসার নগরে বিধ্ধংসী মিসাইলের ঝলসানো আলোর
তীব্রতম যণ্ত্রনায় বিদ্রোহ করব,রক্তাক্ত রাজপথে,তামাটে হিরোসিমায়।

অনাহারী চিৎকার করে,হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে
নিখোঁজ হওয়া জিন্দালাশের মুখে দানা তুলে দেয় প্রেম।
রক্তস্নাত কসাইখানায় মাটির খাবার পাত্রে ছোপ ছোপ রক্ত
স্রোতোস্বিনীর রক্তের মিছিলে,আগুনঝরা রক্তভেজা মাটিতে,
জন্মাবধি আমরা যুদ্ধ চাই না,চাই এক বুক প্রশান্ত ভালোবাসা
দু'মুঠো ভাত,নিরলস তৃপ্তির ঘুম,এক পেয়ালা সচ্ছ পানি।

ক্ষমতার উচ্চ আসনে হত্যাকারী রেঞ্জার ছদ্মবেশী কিছু অফিসার
নিকষ কালো গেরিলা কায়দায় বৃদ্ধাঙ্গুলি দেখালো জুনিয়র অফিসার
সফেন তরঙ্গে সমুদ্র খিল খিল হাসে,তূর্জে গর্জে আক্রোশে ফুঁসে
ভয়ঙ্কর বিধ্বসী ক্রান্তিকালে বৈচিত্র্য সংকীর্ণ সংস্কারে উচ্চমিনারে
বিষাক্ত বিধ্বংসী ধ্বংস উন্মাদনায় রুক্ষপান্তরে সামরিক তল্পিবাহক।

তোমাদের শহরে জ্বলন্ত অগ্নিশিখা,কিউবার বিল্পব
নগ্নদেহে ইলেকট্রিক শক,রক্তাক্ত দেহে লবণযুক্ত অ্যালকোহল
জুলুমবাজে সালাম,মিথ্যা প্রনাণ,তামাটে হিরোসিমা
বিধবার শাড়ী,মৃত স্বপ্নে ভরপুর নগরের প্রান্ত থেকে প্রান্তিক।

আমার শহরে জ্বলমলে সোনালী আলো,অগণিত হৃদয় শস্য
সুনীল আকাশে ঝাঁকে ঝাঁকে সাদা পায়রা আর উন্মুক্ত সহস্র মহাকাব্য
নিখোঁজ প্রিয়া,ক্ষতবিক্ষাত বুক,অবিরাম ভালোবাসার স্টেনগানের গুলি
যুদ্ধ নয় ভালোবাসা চাই,অন্ধকার সম উন্মুক্ত ভালোবাসা
অসম যন্ত্রনায় গর্জে উঠো ভালোবাসা এবং রক্তে ভেজা মাটি
অবেলায় উদ্যানে এসো প্রিয় বন্ধুরা আর আমার প্রেয়সী।