যখন জন্মের দামে কিনে নিই
একটি অসাংবিধানিক মৃত্যুর আদিমতম যন্ত্রণা
তখন আর বাধা কোথায় হে ভালোবাসা।
আমি মিছিলের গুলিতে বুক পেতে দাঁড়িয়ে যাবো
প্রতিটি ধর্ষণ হত্যা আর দূর্নীতি বিপরীতে
যখন প্রেম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের একজন।

দুর্ধর্ষরা গেরিলা ছন্দে বেঁচে দেয় স্বাধীনতা চত্বর
বর্ণমালার আদিবাসী গ্রাম, আসাদের টি-শার্ট
আমি স্টেনগানের গুলিতে সেলাই হয়ে যাব
সুমতির ওড়নায় আমাকে দাফন করো
আমি জন্মের দামে কিনে নিয়েছি
একটি অসাংবিধানিক মৃত্যুর আদিমতম যন্ত্রণা।

আমার সঙ্গম সৎকারে থেকো হে ভালোবাসা
আর কবরে ছিটিয়ে দিও বধ্যভূমি মাটি
সবুজ দূর্বার রক্তিম অভয় অতঃপর সূর্যমূখী।
তোমরা ভালোবাসাকেই ভালোবেসো
দুঃখ করো না আমাকে হত্যা করলেই
আমি ছড়িয়ে যাব স্বাধীনতার প্রত্যান্ত গ্রামাঞ্চলে
আমি জন্মের দামে কিনে নিয়েছি
একটি অসাংবিধানিক মৃত্যুর আদিমতম যন্ত্রণা।