আবার যদি বর্ষা হয়
আমি নিশ্চয়ই ভিজে যাব
যে রকম করে ভিজে নদীর ত্বক
তোমার দু'চোখের কাজল
পুড়ানো প্রেমের প্রান্তিক ধারাপাত আর
অবিশ্বাসে ভেঙে যাওয়া বিশ্বাসের ডালপালা।
মিছিলের প্রথম পতাকাটা হাতে নিলে
মৃত্যুকে যতটা আপন করে নেয় যন্ত্রণা
যতটা রক্ত জন্মভূমির আলতা করে দিতে ইচ্ছে হয়
আমি ঠিক ততটাই আমি ভিজে যাব
বর্ষা উন্মাদনার আগুনে ভিজে ভিজে
আমি তীর্থের পথে পাড়ি দিব
আবার যদি বর্ষা হয়
আমি নিশ্চয়ই ভিজে যাব।