বিদ্রোহের দামামা বাঁজে কোথায় নবীন দল
মুক্তির পনধারী অভিযাত্রিক তোরা চল।
ঐ দেখা যায় তিমির রাত্রি ঘুমন্ত সংলাপ
মশাল জ্বালা ভাঙ্গবো তালা বিজয়ী প্রলাপ।
ছুটবো মোরা বর্জ্যরের আগে করেছি মৃত্যু পণ
মৃত্যু যখন করেছি বরণ আবার কিসের মরণ।
বিজয় নিশান উড়িয়ে যাবো প্রলয় ঝঙ্কারে
বক্ষজুরে থাকবে তোদের রক্তের পিপাসারে।
আসলে আসুর কাটবি মুণ্ডু মুক্তির মহাপণ,
বিজয় আসে নব উল্লাসে আনন্দময়ীর আগমন।