সম্পদশালীর কর্মহীনতা যখন পৃথিবীকে ঘিরে ধরে
মানবিক বোধহীন বিজ্ঞান, নীতিহীন রাজনীতি,
বিবেকহীন আনন্দ উপভোগ,চরিত্রহীন জ্ঞান,
আত্মত্যাগ বিহীন ধর্ম, নীতিবোধহীন ব্যবসা।
কার্যসিদ্ধির নিদিষ্ট লক্ষে অর্থহীন ছুটে চলা
টাকায় ঘড়ি কেনা যায় কিন্তু সময় কখনো নয়,
পরিবর্তনের লক্ষ্যে এখনি বিদ্রোহ প্রয়োজন।
বারুদের গন্ধ,পুলিশে গাড়ির সাইরেনে মুখর নগর
পেট্রোল বোমে প্রজ্জলিত রাস্তা মৃত্যু উপত্যকা।
শরীর বেয়ে ঝরে পরছে রক্ত,রাজপথে রক্তের স্তূপ
ভূমিহীন কৃষকের হালের বলদ জ্বলন্ত শ্মম্মানে।
নিখুঁত স্ট্র্যাটেজি,নিষিদ্ধ কাল্পনিক সম্পাদকীয়
ঘরোয়া রাজনীতির দাবানলে জ্বলছে শান্তির দূর্ত।
অমীমাংসিত সন্ধি,অশ্লীল সভ্যতা,অস্ত্র সমর্পণের দাবী
অগ্ন্যুৎসবের,স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত।
পরে আছে মিছিলের ব্যানার,রক্ত,আগুন,কিছু ছাই
সময়ের প্রত্যাবর্তনেই এখনি বিদ্রোহ প্রয়োজন।
আগুনের প্রজ্বালিত সেই রাস্তা ধরে হেঠে চল
সুরক্ষিত হেলমেট, সশস্ত্র তোমার শিক্ষা
নির্ভীক কবিতার রক্তাক্ত জলে স্নান করে
অশিক্ষিতের বিদ্যাশালায়,জ্বলন্ত পুস্তকের পাতায়
কোটি বছর দেখিনি তোমায় স্বাধীনতা।
কোথাও তুমি নেই,বিদ্রোহের গঙ্গায় উঠে দাঁড়াও
স্লোগান, হুঙ্কারে নুয়িয়ে পরুক হিমালয়ের অভিযাত্রীক
ফাঁসীর কাষ্ঠে আজ ঝুলে প্রাক্তন বিদ্রোহীরা।
বিভক্ত, ক্লান্ত,গর্দভ, নিকৃষ্ট দাবীর পৃষ্ঠপোষক
মৌলিকতার মঞ্চ হতে দূরে সচিবালয়,মন্ত্রীপরিষদ
মুক্তির বিদ্রোহ,এখন সময়ের এক উজ্জ্বল দাবী।
পরিকল্পনা বাস্তবায়নে টিফিনে উন্নত মানের সিংগারা মানি না,
আমরা ওয়াক আউট করব তিরস্কার জানাবো রাজপথে।
পারমাণবিক বোমা খেয়েও দূচিন্তার কোন কারণ নেই,
নীতিহীন সমাজ,অশ্লীল বিদ্যানিকেতন,মুর্খের বিচারশালা
দূর্নীতি স্বচ্ছ কাঁচের সানগ্লাসে আবদ্ধ এক ক্ষুধাত জাতী
জনস্বার্থ বিরোধী অপশক্তির সাথে আপোষহীন হয়ে
বিশ্ব বিবেকালয়ের ট্রাইবুনালের সামনে স্লোগান হোক
এখনি অপ্রতিরোধ্য বিদ্রোহের পতাকা উড়াও
মানি না,মানবো না স্বাধীনতা চাই এক আকাশ স্বাধীনতা ।