একদিন তো মরতে হবেই
তার পিছনে খুব বড় কোন কারণ থাকাটা জরুরী নয়
প্রেমিকার একটা চুম্বন না পাওয়া বেদনার জন্যই
আজকাল মরে গেলেই যেন বেঁচে যাই!
এই দুঃখবোধ টাও কোন অংশে কম নয়
অনেকটা ক্যন্সারের মতোই।
ভিতরে পরে থাকা শব দেহটাকে
মাঝে মাঝে মনে হয় যেন আস্ত একটা আকাশ
এতটা ভার বহন করার ক্ষমতা না থাকার ব্যর্থতায় জন্যই
আজকাল মরে গেলেই যেন বেঁচে যাই!
যখন আমাকে পেয়ে বসে-
সহস্র অনুভুতির স্নায়ু পোড়া গন্ধের গণ-আন্দোলনে
দ্বিধায় যখন কাঁপতে থাকে
পা হতে মাথা অবধি;যখন সমস্ত শরীরে জ্বর
যখন দূর্নীতিতে পুড়ে ছাই হয়ে যায়
রক্ত মাংস হাড় আর নাড়ী।
তখন বেঁচে থেকে আর কি লাভ
তখনতো মরে গেলেই যেন বেঁচে যাই!