সবুজসিক্ত আঁখি,নির্ঘুম রাত,ক্লান্ত পায়ে
রক্তগঙ্গা সাঁতরে রক্তস্রাত কসাইখানায়
শোষন ত্রাসের রাষ্ট্রযন্ত্রের ঝলসানো আলোয়
মূর্খের বিচারশালায়,অশিক্ষিত নগ্ন সভ্যতায়
তথাকথিত রাজনীতিবিদের স্বার্থের সচেতনালয়ে
সামরিক বেসামরিক কর্মকর্তাদের অনৈতিক কর্মকাণ্ডে
লুপ্তবোধ নিদ্রায় রক্তবর্ণ অশ্রু সজল মোহনায়
স্বাধীনতার শবযাত্রা রুখে দাও এ দেশ আমার।।
উর্ধ্ধের সোপানের লম্পট অফিসারদের স্বার্থোপাসনায়
স্বপ্রেম ঘাতক,কামুক স্বভাব,ভোগক্লান্ত মৃত্যুহীন পাপ।
চৈনিক তটে আশার বাণী,কুঁড়ে কুঁড়ে খায় হৃদয়খানি
আতুরে শিশুরে ছুড়ে মৃত্যুবাণ ঘাতক মহান।
মূর্খের বিচারশালা ভেঙ্গে দাও এ দেশ আমার।
ময়না তদন্তের ক্লান্ত প্রাচীরে রৌদ্রময় প্রাণের পুলিন
বিদ্রোহীগন আজ রাজপথ করতে হবে রক্তে রঙ্গিন।
কুটিল বিষে অবসন্ন,পীড়নে মাতাল,আক্রোশে উত্তাল
পুড়া কপালের ক্যানভাসেই উচ্চ কণ্ঠে বল এ দেশ আমার।
স্বাধীনতার শবযাত্রা রুখে দাও এ দেশ আমার।।
শহীদ ক্রন্দন রত শকুনিরা চিরে চিরে খায় সোনার দেশ
শয্যায় শয়ান স্বাধীনতার শবদেহ হুঙ্কার দাও নওজোয়ান
চৈতন্য ফিরে আসুক জনতার মাঝে স্বর্গে হও ধাবমান
লম্পটদের বিভীষিকা ভেঙ্গে ফেল উড়াও চঞ্চল রণ নিশান
স্বাধীনতার শবযাত্রা রুখে দাও এ দেশ আমার।।