কিছু অগোছালো দুঃখ মৃত্যুর তৃষ্ণায়
নিঃসঙ্গ কার্তিকি জোয়ারে ভেসে ভেসে
আজকাল তীর্থের পথে যাত্রা করে
কোন ক্রমেই তাদের ফিরানো যায় না।
পোড়া মাংসের গন্ধ মাখা বাসন্তী বাতাসে
তোমাদের রাজপথ পাড়ি দিয়ে যায়
তার অভুক্ত স্নায়ু আর রক্তাক্ত মজ্জার বহর
কোন ক্রমেই তাদের ফিরানো যায় না।
স্বাভাবিক মৃত্যুর পাহাড় ভয়ে শিউরে ওঠে
অপবিদ্রোহ ভেঙে ফেলে কাশি ঘাটের চৌষট্টি সিড়ি
লাগামহীন প্রতিযোগিতায় বাড়ে নিত্য পণ্যের দাম
কোন ক্রমেই তাদের ফিরানো যায় না।
দুঃখগুলো প্রতিনিয়ত পরে মানবিক সংকটে
রোজ পারমাণবিক বিস্ফোরণের বিপরীতে
দাঁড়ায় মেরুদণ্ডহীন অভুক্ত লাশের খাবারের দাবিতে
কোন ক্রমেই তাদের ফিরানো যায় না।