বছরের পর বছর ব্যর্থ দ্বীর্ঘশ্বাস
নোঙর ফেলছে নগরের রাজপথে
দখলদার বাহিনীও দখল করল না
নুন নদ উপত্যকার অপূর্ব ক্ষত।
যন্ত্রণা রোজ রাতে মাতাল হয়
বড্ড বেমানান মাত্রাহীন মাতাল।
মেঝেতে পরে থাকা ভাঙা স্বপ্নে
কাটে পা আর দুঃখ মাখা কপাল।
বেসামরিক জান্তা পকেটে ভর্তি করে ঘুষে
পুলিশের ব্যরিকেট ভাঙতে ব্যর্থ হয় প্রেম।
ছয় বছরেও উদ্ধার হয় না রিজার্ভ চুরির অর্থ
শুধুই পাওয়া যায় এম্বুল্যান্স ভর্তি গাঁজার তথ্য।
জ্বরের মুখে প্রলাপ বকে নাগরিক দেয়ালিকা
গ্যাস্ট্রিক ঝলসে যায় পাকস্থলীর সজীবতা
পথিকের দুঃখ গুলোও আজকাল হয় সাবালক
জৈব নৈতিকতার অভাবে কবিতারাও নিরব।
যদিও শ্বাস ফেলে তাস খেলে সুখের বন্ধ কপাট
ধূসর স্বপ্নগুলোতে স্বাধীন জলরঙ ছোঁয়া পাক।