দুটি একাকার গ্যালাক্সি উত্তাল সমুদ্রের ব্রীচে
মোহন শিল্পের অন্তর্জালের শিশির সিক্ত প্রণয়।
দুষ্ট মিষ্টি হাওয়া জানালার পর্দা ওড়ায় জ্যোৎস্না রাতে
পদ্মফুলের নবউন্মেষিত যৌবন-রুপের মধুর সুরভি।
মধু মাদকতার দেহে মিলনের অসহ পুলকের ব্যথা
নদী গর্ভের মতো গভীরতা, অশ্লীল বর্বর সর্ভত্যা।
গ্রামের আঁকা বাঁকা মেঠু পথে শ্যামল ভালোবাসায়
দক্ষিণা বাতাস ভারী হয় শ্বাস এসেছি অস্ত যেতে।
অগ্নি ঝরে বার বার জন্ম ভিক্ষার তোমার দুয়ারে
আরো প্রেম চাই,উদাসীন প্রেম আর পূর্ণ জন্ম
নীরবতা আমাকে গ্রাস করে যন্ত্রণা দেয়
হঠাৎ তৃতীয় বিশ্বের কেউ চিৎকার করে বলল
লাশগুলো মাটি চাপা দেও আমি জন্ম ভিক্ষা করি
আত্মহত্যায় আমার অশ্রুরা ফিরে আসে ভোরে।