চিলেকোঠা,ইজি চেয়ার,অসমাপ্ত এক কাপ কফি,
ট্রি টেবিলের পাশে শুকনো তোমার খোঁপার ফুল।
পাশেই পরে আছে অসমাপ্ত কবিতার খোলা বইটি
হাতের কাঁকন,নীল নূপুর,পছন্দের কালো ফ্রেম।
উত্তরের খোলা বাতায়ন,ধারে বাতাবি লেবুর চাড়া
ধীরে ধীরে উঠছে বেড়ে তোমার লাগানো ঘাস ফুলেরা।
ক্যাকটাস গাছের পাশে পড়ে আছে অসমাপ্ত সুরার বোতল
বাতাসে নড়ছে আজ তোমার দেয়া ভালোবাসার মাটির পুতুল।
দেয়ালের ধারে বুক সেলফে তোমার সাজানো বইগুলো
সবই রয়েছে আগের মত তুমিহীন জীবন হয়েছে এলোমেলো।