আজ ঘন ঘন রণ সংগীত বাজে
তা তা থৈথৈই তা তা থৈথৈই
মহামৃত্যুর ভৈরবী পঙক্তি সাজে।
মুক্তির সেনানী রক্তাক্ত ধরনী
বৈরী হাওয়ায় চঞ্চল ত্রিবেনী
আজ জাগ্রত মহাশনি।
তব নিদ্রায় নিদ্রিত
রক্তকরবী আজো ফোটেনি
তাই ঘন ঘন রণ সংগীত বাজে
মহামৃত্যুর ভৈরবী পঙক্তি সাজে।
মুক্তির মহাসুখে তাকিয়েছে ধরা
বিস্ময় চোখে তার অগ্নি অশ্রু ভরা
জাগ্রত বাস্স্রী মহামায়া শাস্ত্রী
নিশ্চয়ই ঘুচিবে আঁধার।
তারিখ :২১/০৩/২০২৪ ইং
নয়াপাড়া চরপাড়া সদর ময়মনসিংহ.