কোথায় সেই আত্মঘাতী চোখ
যেখানে কারাবন্দী জীবনের ধারাপাত
সাত রঙের বসন্ত আর মুঠো মুঠো জোছনা।
যেখানে নিষ্পাপ মেঘেদের ঘর
পুতুলের সংসারে সুখের প্রান্তিক সরোবর
যন্ত্রণা ডেকে দেয় প্রিয়তম চোখের কাজল।
যেখানে প্রেম আয়োজন করে
বিশ্বাস জন্ম আর সৎকারের উৎসব
সেই আত্মঘাতী চোখ আজো নিরব।
শুদ্ধ কঙ্কাল ভাঙতেই কিলবিল করে উঠে
ভালোবাসা নামক মহৎ শিল্প
যে লুকিয়ে আছে গোলাপের বিবর্ণতায়
এক ফোঁটা জল অর্ঘ্যের অপেক্ষায়।
যে দন্ডায়মান সহস্র দয়ার্দ্র আঁচলে
বুনো ফুলের গন্ধ মাখা আদিগন্ত দুপুরে
কোথায় সেই আত্মঘাতী চোখ
শীতলতম জোছনার আন্দোলনে
এবার সে ভালোবাসি বলুক।