ব্যস্তময় যান্ত্রিক শহরের বোবা টানেল ফাঁকা
মহা সড়কের মাঝে ক্রিকেট খেলছে দুরন্ত বালক
ট্রাফিক হাওলাদারের বাঁশি বেজে উঠছে না
লোকাল বাসে যাত্রীর সমাগম নেই বললেই চলে।

পার্কের বাদাম বিক্রেতার বাদামের ঝুড়ি পূর্ণ
নগর থেকে গ্রামের দিকে ছুটছে দূরপাল্লার বাস।
চায়ের দোকানের নিয়মিত আড্ডাবাজ বন্ধুরা নেই
নির্মম স্থিরতার যন্ত্রণায় আক্রান্ত পৃথিবীর গতিপথ।

সময়ের সৈকতে নোঙর ফেলে কালের আর্বতে বন্ধ গৃহে
অধিক প্রাণ স্থিরতার একি নব বার্তার আগমন আজ।
তবু থেমে নেই নিরব মনের আলোর দিশায় ক্লান্তিহীন পথচলা
স্বার্থের সচেতেনালয়ে বন্ধ হয়নি তবু স্বার্থহীন কথা বলা।