সত্যাগ্রহ নাচে ভৈরব শক্তির উদ্বোধন
কল্যানকেতু লক্ষ তরুণের হয়েছে জাগরণ।
প্রলয় ত্রাসে প্রাণ যে নাচে,
সিন্ধুর তীরে রণ দামামা বাঁজে।
বিদ্রোহী বীণা তূর্যে গর্জেছে ইশানে
নির্ভীক চিত্তে মঙ্গল দাত্রী রণ ভেরী না মানে।
উড়াও নিশান বাজাও রণবীণ
রণ সজ্জায় শৃঙ্খলিত সেনানী।
মুক্তি নিশীথ মহাবাহু নিস্তব্ধ নির্বাক
সিক্ত ব্যথা, ব্যর্থ রোষে প্রদীপ্ত দাবানল।
অগ্নি অঞ্জলি শশ্মানের ধূলি ছলছল ক্রন্দন
তুলেছে পাল মুক্তি নিশীথ ধরছে হাল।
সিন্ধুরর তীরে তপ্ত নীড়ে বইছে রক্ত ক্ষীর
করে ঝিলমিল লাখো বঞ্চিতের শির।
ব্যথিত ব্যথার অবসানে রক্ত দিবে জিন্দা বীর
সত্যাগ্রহ নাচিয়াছে তারা নোয়াবে না শির।
29 December 2019
Dhaka