রমনী তোমাকেই বলছি
যেহেতু তোমাকে ভালোবেসে প্রেমিকা করতে পেরেছিলাম
তবে অপ্রেমে দিয়ে তোমাকে মানবীও করতে পারব।
অবেহেলার যান্ত্রিক বাতাসে
আমার একদমই দম বন্ধ হয়ে আসতে চায়
মনে হয় যেন বুক জুড়ে চৈত্রের বুক ফাঁটা রোদ্দুর।
গ্রীষ্মের স্বচ্ছ দুপুরে কালবৈশাখীটা শুরু হলেই
গৃহত্যাগী পূর্নিমার গন-আন্দোলনে
আমি নিশ্চয়ই ছেড়ে যাব যান্ত্রিক শহরের কোলাহল।
তোমার চোখের পাড়ায় দৃষ্টি রাখার
প্রবল আগ্রহটাও যখন অপ্রেমে সম্মিলনে সঙ্গবদ্ধ
কেবল তোমারই অবহেলায়।
তখন তুমি জোছনার গন্ধ মাখাতেই পার
ইচ্ছে হলেই উড়তে পার যে কোনো আকাশ বারান্দায়
মুখামুখি বেলকুনি তুবুও যন্ত্রণা নেই দেখা না হবার।