প্রেমিকার রক্তাক্ত ঠোঁটে চুমু দিয়ে
জন্ম ভিক্ষার তাগিদেই যোগ দেই
মিটিং মিছিল আর সমাবেশে।
টি-শার্ট ভেদ করে যায় বুলেট
তবুও ভাঙ্গা আয়নায় মুখ দেখতে দেখতেই
আমার স্বপ্নদের অকাল মৃত্যু হয়।
জীবনের মুছলেকা জমা দিয়ে
পেট্রোল বোমের প্রজ্জ্বলিত রাস্তা ধরে
গুটিগুটি পায়ে এগিয়ে চলি কয়েক সতীর্থ।
ব্যর্থ এ হাত; চোখের সামনেই পুড়ছে সংসার
কাঁটাতারের ওপার থেকে নয়!
আমারই সহোদর,আমারই নিকট আত্মীয়
মৃত্যুর উল্লাস করছে আদিগ্রস্থ হিংসায়।
আতঙ্কে কাঁপি
প্রতিনিহত বন্দি হচ্ছে বিবেক
প্রেমের বিপক্ষে জারি হচ্ছে হুলিয়া
আহত সভ্যতা দগ্ধ বেঁচে থাকা
সশব্দে কেঁদে ওঠে প্রাচীন শিলালিপি
বোমাবিদ্ধ প্রচ্ছদে নেমে আসে বিষন্নতা।
হে পিতা,
আমরা এই পৃথিবী চাইনি
আমরা চেয়েছিলাম শান্তি
চেয়েছিলাম মজ্জাগ্রস্থ প্রেম
গোলাপকে চেয়েছিলাম অস্ত্র হিসেবে
কিন্তু ব্যর্থ এ হাত;ব্যর্থ আমার স্বপ্ন
ভাঙ্গা আয়না মুখ দেখতে দেখতেই
আমার স্বপ্নদের অকাল মৃত্যু হয়।
তারিখ:১৬/১১/২০২৩ ইং
@নেত্রকোনা সদর ময়মনসিংহ