পৃথিবীর ক্লান্তিলগ্নে মানুষের একি কেমন অস্থিরতা
একান্তই নিরবতা নিরবিচ্ছিন্নর প্রয়োজন।
স্বার্থে সচলায়তন স্বার্থের টানে দেওনি সময় নিজেকে
তাই সময়ের ক্ষিপ্ততায় স্বার্থ হয়েছে দিতে সময় নিজেকে।
স্বজন,বন্ধু,পরিচিত সকলে এখন থাকছে দূরে
সমর্পণ ব্যতীত কোন পন্থা না রয়েছে ভুবন জুড়ে ?
যখন তোমরা শক্তির দাপটে করছে মজলুমে নির্যাতন
তাদের অত্যাচারে থরেথরে কেঁপেছিল মহামান্তিত্ব আসন।
কাঁদছিল যবে শিশু কিশোর আলোর ফুল গুলো
তখন পৃথিবীর ইতিহাসে হয়েছে নব যুগের শুরু।
শক্তির দাস্তিকতা ছেড়ে করো সষ্টার নিকট আত্মসমর্পণ।
নিরব ইচ্ছা ও কাজে থাকলে মিল মিলবে মুক্তির দর্শন।