দুঃসাহসী স্নায়ু,বিশ্বস্ত বিশ্বাস আর প্রেম
সচ্চ ফরমালিনের উৎকৃষ্ট জলভূমির ত্রিকোণ তাবু
কয়েকটি ধূ ধূ ধূলো ঝড় পাড়ি দিয়ে মঞ্চিল
বাস্তবতার দূর্বেদ্য দেয়ালে টলটলায়মান জীবন
যেথায় পুড়ে ছাই হয় সহস্র তরকারাজি
সেই অস্তিত্বের উৎসবে ভালোবাসা কে খুঁজি।
অবিরত জোৎস্নার অন্ধকারে ছুই ছুই সুখানুভূতি
না পাওয়ার সীমাবদ্ধতার চিৎকারে কাঁপে পৃথিবী।
সুবিধা বঞ্চিত হয় প্রণয় সম্মিলনের দাবি
প্রাণের শ্রাবনে ভিজে কাঁদা হয় দিগন্তের রবি
তবু যেখানে থাকে এক চির চেনা অনুভূতি
সেই প্রেমতৃষা পদ্মপুকুরে ভালোবাসার বসতি।