যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই
রুক্ষ মরুভূমি আমাকে গ্রাস করে
হৃদপিণ্ডে উঠে দাঁড়ায় গন শ্রাবণ
তারপর মূহুর্তেই ভিজিয়ে দিয়ে যায় চোখ।
উদাস সন্ধ্যা চেপে বসে বেলকুনিতে
অনুভূতির সহস্র লাশ পোড়া গন্ধ
রোজ আমাকে মাতাল হতে বাধ্য করে
আর নিকোটিনে ঝলসায় হৃদপিণ্ড।
তবুও আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই
ঠিক বুনো লতার মতই হেলে দুলে,
আর উত্তর বসন্ত দিশার মামুলি ফাল্গুনে
অচল মুদ্রায় কিনতে চাই ভালোবাসা।
কোথায় প্রেম!
চারিদিকে শুধুই আগ্নেয়অস্ত্রের মহড়া
মেঘদলের রক্ত অশ্রুর নিরব আন্দোলন
বোমবিদ্ধ শহর আর রাশি রাশি কুচকাওয়াজ।
ফুলেদের আদি পাড়ায়
যেখানে আর জ্বর ছুঁয়েছিল প্রিয়তমা
আজ উন্মাদ জোছনায় যেখানে কারফিউ
সেখানেই আমি বুকের পাঁজর খুলে দাড়াঁই
দীর্ঘশ্বাসে জন্ম ভিক্ষার সঙ্গম সৎকারে
প্রগাঢ় বিশুদ্ধ জল অর্ঘ্যের ব্যর্থ নোঙরে।