মিছিলের পথে যদি ব্যর্থ হয়ে ফিরে আসো
অশিক্ষিত বিদ্যানিকেতনে, মূর্খের বিচারশালায়
ঘৃণিত ইটপাটকেলের আঘাতে রক্তাক্ত হৃদয়ে,
রক্তঅশ্রু ছুড়ে দাও শোষণ ত্রাসের ঝলসানো আলোয়।
জল্লাদের উল্লাসমঞ্চে, বিস্তৃত শ্মশানের জ্বলন্ত কয়লায়
তীব্রতর যন্ত্রণায় এখনি প্রতিবাদের সময়।
বিষাক্ত মৃত্যুসিক্ত ইস্পাতের হাতুড়ি
বিস্ফোরক বারুদের গন্ধে ভরা রাজপথ ধরে
স্বল্প তৃপ্তির শুশ্রূষাহীন কষ্টের সমাধানের লক্ষ্যে
পোড়া কপালের ক্যানভাসে নিদারুন সুখে হেঁটে চল,
প্রকম্পিত স্লোগানে স্লোগানে মুখরিত হোক,
অযুত ছায়াপথ, নগর বন্দর মূর্খের বিচারশালা।
ভয়ের ফ্যাকাশে মুখ মুছে ফেল রক্তাক্ত রুমালে
মাথার খুলির সাথে রিভালবার ঠেকিয়ে বলুক বন্ধ কর স্লোগান
শ্বাশত শান্তির যুদ্ধবাজ স্বাধীন নির্ভিক দাবী
আভিযোগের মুখোমুখি দাড়িয়ে স্থির দৃষ্টি রেখে
চিৎকার করে বল দাবী নিয়ে আসিনি,
এসেছি আমার পাপ্য আধিকার আদায়ে।
স্লোগান হোক এখনি প্রতিবাদের সময়।
জ্বলন্ত বারুদ হয়ে দাহ্য যন্ত্রণা উদ্ধারকাজে
রাবণের চিতা জ্বেলে এখনি প্রতিবাদ হোক
স্লোগান হোক, মশাল জ্বলুক এখনি
এটা আমার দাবি নয়, আমার অধিকার।
রচনাকাল :০৭/০৬/২০২০