যখন ভালোবাসা সবার কাম্য
তখনই রক্ত আর অস্থি পোড়া গন্ধ
মাথায় ঠেকানো রিবালবার
রাজপথে পারমাণবিক আতঙ্ক
পেট্রোল বোমার হট্টগোল
স্টেনগানের রুটিন মাফিক গুলি
আহত শিশুর চিৎকার তৎখনাতই নিথর দেহ
তারপর বুলডোজারে পিষে দিয়ে যায়
তৃতীয় বিশ্বের মানবিক করিডোর।

বাহ্ বেশ অদ্ভুত ছন্দের হত্যাযজ্ঞ
সমগ্র দেশ জুড়ে শ্মশান
সৎকারে কেউ নেই
কিছু শকুন পাহাড়া দিচ্ছে লাশ
রক্তে ছেড়ে গেছে সবুজ দূর্বা
হায়!কাঙ্খিত ভালোবাসা আর
বিবস্ত্র নিরাপত্তা দাবীর মিছিল।




মির্জাপুর সদর ময়মনসিংহ