সূর্য উঠলেই মনে হয় আরও একটি দিন-
পাখির মতো ডানা ঝাপটাবে ফুসফুস
ঘোড়ার মতো দৌড়াবে হৃদপিন্ড
কিন্তু আমি ক্লান্ত এক পথিক;
সহস্র মৃত নীল তিমির কবর বুকে নিয়ে
আমি হাঁটতে পারি না;সন্ধ্যা ফুলের মতোই
খুব ভোরে ঝরে পড়ি,শীতল শিশিরের বুকে
নীলাভ বিষাদের গাঢ় অন্ধকারে।
শব্দের জাল বুনে হাঁটি;পিছুটানের দ্বৈতরথে
একঝাঁক রুপালী ইলিশের মায়ায়
চারিদিকে ঝকঝকে মরীচিকা,অসংখ্য স্বপ্নের কংকাল
জীবন্ত কিছু মৃত্যু এসে হাতছানি দিয়ে যায়
প্রেমিকার মতোই খামচে ধরে বুকে মাংস
রক্তাক্ত হয় ঠোঁটে কি যেন বলতে চাই!
স্মৃতি অসুখে ভুলে যাই ;সেই চিরপরিচিত আকুতি
মনে হয় আবার মৃত্যু চাই!মৃত্যু...
পরক্ষণেই আবার মনে হয় না প্রেম
বনলতা প্রেম জোছনাস্নাত বৈশাখি জোয়ার
বকফুলের অধিক সাদা চিকন চালের ভাত।
কিন্তু অপমৃত্যুর সৎকারে
পাশেই দাঁড়িয়ে আছে অভাব,স্বপ্নের সহস্র কফিন
কিন্তু মৃত্যু কোথায়..?
কোথায় সেই চিরপরিচিত আকুতি...?
স্মৃতির অসুখে ভুলে যাই মৃত্যু নাকি মুক্তি।
তারিখ:২৪/১২/২৩ইং
নেত্রকোনা,সদর;ময়মনসিংহ।