স্মৃতির বেদনার চরে ভেসে উঠছে দুঃখের তিমি
দু'একটা জল ফড়িং গন্ধ নেয় ব্যর্থ সোনালী স্রোতের
ক্লান্তির উৎসবে ঢেউ গুলো আঁছড়ে পরে
বুকের পাঁজর ছুয়েঁ দক্ষিণের বিধস্ত আঙ্গিনায়।
হটাৎ বৃষ্টিতে ভিজে হাঁড়ানো প্রিয় স্মৃতির এ্যালবাম
ছলছল হয় আঁখি আর বিষন্নতার জাপটে ধরা অভিমান।
চির যৌবনা প্রতিটি জন্ম মৃত্যুর জাগ্রত প্রত্যুষে
সুখ গুলো খুন করে খামখেয়ালীর ক্যালন্ডার।
ক্রমাগত মগজে কামড় দেয় প্রণয়ের মৌমাছি
পরির্চযাহীন অগ্নিতিলকে আপদমস্তক দুঃসময়ের তীর্থ।
মারাত্মক উজ্জ্বল অবহেলা আর পুষ্টিহীন ভালোবাসা
তবুও সমঝোতায় গভীর রাতে বেদনাকে বলেছি কেঁদো না।
বিজ্ঞানসম্মত সমীকরণে চাষ করি একনিষ্ঠ দুঃখের
শুষ্ক মনোভূমিকে সেচের আওতায় আনে বিরহের ঋতু।
গোলাপের কাঁটায় সুখ খুঁজে ফিরে প্রান্তিক যৌবন
প্রেমের আরতির ঘৃতের আগুনে পৃথক পৃথক প্লাবন।
রচনা কালঃ০৯/০২/২১ ইং
মির্জাপুর সদর ময়মনসিংহ