বিবস্ত্র যৌন অত্যাচারের কাল সোবলে
নগ্ন সভ্যতার কলঙ্কিত ইতিহাসে
জন্ম দগ্ধ অভিশাপের উন্মাদ নগরে
কম্পিত স্লোগানে মুখর রাজপথে
জল্লাদের উল্লাস মঞ্চে ভালোবাসার অশ্রুজলে
শ্মশানের নব চত্বরে আমি জ্বলবো।
রাজপথে দাবানল অর্ধ দুপুর হরতাল
নগ্ন পোষ্টার মুক্ত দেয়ালিকার চিৎকার।
আন্দোলন রত জনতার দাবী নয় অধিকার হুঙ্কার
বুক ভরা যন্ত্রণায় বৃদ্ধ পিতার করুণ আবদার।
আমি সন্তানের লাশ সনাক্ত করে নিব
তবু জননীর বিবস্ত্র ইতিহাস দেখবো না।
দাবানলে পুড়িয়ে দিব পশুত্বের স্বাধীনতা
বুকে টেনে নিব প্রিয় লাল সবুজ
ভালোবাসা মা মাটি আর দেশ।
উন্মাদ নগ্ন সভ্যতার লাগামহীন অশ্লীলতার
নিরলস আন্দোলনের মশাল মিছিলে।
যখন কিনে নেয় কেন্দ্রীয় স্বাধীনতা চত্বর
ভুলে যাই ধর্ষিতা জননীর করুণ চিৎকার
শহীদ পিতার স্বাধীন বাংলা স্বপ্ন স্বর্গের কথা।
বাতাসে ভাসে নীরব পরাধীনতা গন্ধ
ধর্ষিতা জননীর চিৎকার ক্ষুধাতুর শিশুর হাহাকার।
রাজপথে নগরে বন্দরে জনজাগরন চত্বরে
সভ্যতার অশ্লীল মিটিং দুর্নীতির জন্ম অষ্টুমি।
রক্ত দাও রক্ত দাও জ্বলুক স্বাধীন প্রদীপ রে
বুকের তাজা রক্তগুলো স্বাধীনতা রক্ষায় যে।