হ্যাজাকহীন হীমকক্ষে স্বাধীনতার ময়নাতদন্তে
প্রশাসনিক কর্মকর্তাদের স্বার্থশালার বর্বর ভোজনালয়ে
ঘুষের মহড়া,স্বাধীনতা হত্যার সূণিপূণ পরিকল্পনা
রক্তাক্ত ঝুলন্ত ফাঁসির মঞ্চের বিচারক স্বচ্ছ দুর্নীতি।

উন্মাদ সভ্যতার যাত্রায় মনগড়া দেয়ালিকা,নগ্ন পোষ্টার
নিষিদ্ধ সম্পাদকীয় অস্থির জনজীবন অর্ধমৃত ভালোবাসা
কাঙ্গাল রাজকোষ,ঘরোয়া দুর্ভিক্ষ, শ্মশানে ডাকাতি
জল্লাদের উল্লাস মঞ্চে ঝলসানো মনুষ্য মাংস।

রক্তে প্রাপ্ত স্বাধীনতায় জন্মদগ্ধ অভিশাপের শোকাগ্নি
মর্ত্যধামে ভ্রমন ক্লান্ত দীর্ঘশ্বাস ব্যর্থ নোঙর।
গর্জে ওঠে মিছিল কাঁপে নিখিল স্থির গম্ভীর
উল্টো হাওয়া স্বেচ্ছায় নির্বাসন মর্ডান মার্শাল আর্ট।

রঙ্গিন শিকল নীলচে রাত দিগন্তের খোলা চুল
মুখোশ পরা রাজনীতি,মুখ লোকানো রাষ্ট্রযন্ত্র।
সমস্ত খবরের কাগজে জ্বলন্ত পাখি লজ্জাহীন বিল্পব
গনসূর্যের মঞ্চে কাঁপে যৌবন উজ্জ্বল স্বাধীনতা।


রক্ষাশালায় বস্ত্র হরণ,রক্তাক্ত মানব বন্ধনের ব্যানার
চোখের জলের পিপাসায় মগ্ন স্বার্থলোভী ঊর্ধ্বতন কর্মকর্তা।
ভালোবাসার নগরী হায়নার কামড়ে ক্ষতবিক্ষত অর্ধমৃত
স্বার্থশক্তির নিকট দায়বদ্ধতা সুস্থতার যাত্রা করেছে অবরুদ্ধ।