কেউ একজন থাকা চাই
যার জন্য একটা সুনীল আকাশ
উন্মাদ দুপুরে অবাধ্য এলোপাতাড়ি চুম্বন
মধ্যে দুপুরে বেখেয়ালি হেঁটে চলা।
কেউ একজন থাকা চাই
যার জন্য রাত জাগার রুটিন
যার অপেক্ষায় হৃদপিণ্ডে নিপুণ ক্ষত,
যার গন্ধে মাতাল হয় আমার বসন্ত।
অনেকটা পথ হেঁটে আসার পর
যখন ক্লান্তির এক আকাশ ঘুম পেয়ে বসে চোখে
নিরাশ্রয় আঙ্গুল দু'টি খুঁজে আশ্রয়
সেই সন্ধ্যার উন্মাদ দেয়ালিকায়
থাকে যেন কেউ একজনের আঁচল।
মৃদু জ্বরের প্রচন্ড কাঁপুনিতে
আমাকে আগলে রাখার জন্য
কপালের ঘামটা মুছে দেওয়ার জন্য হলেও
কেউ একজন তো থাকা চাই।
যাঁর জন্য আষাঢ়ের সাথে সখ্য
বারোমাসি মেঘেদের সাথে বসবার
এমন কেউ তো অবশ্যই থাকা চাই
যার জন্য রঙহীন আমার ব্যক্তিগত আকাশ।