ভালবাসার মিছিলে স্তব্ধ দাঁড়িয়ে বলছি
আমি খুন হতে চাই যদি তুমি খুনি হও
একটি জীর্ণ কুটির, নদী, নদীর শ্রাবণী জোয়ার
আর কয়েকটি গন্ধমাখা ফুল চাই আর কিছু নয়।

প্রেমের মিছিলে স্টেনগানের গুলিতে
তোমার আনবিক ও পারমানবিক বিস্ফোরণের দেহে
মায়াময় আঁখি দুটির কাজল ধোঁয়া বৃষ্টিতে,
ভেসে যেতে চাই তীর্থের পথ ধরে,
খুন হতে চাই আমি খুন হতে চাই।
ইচ্ছেটা খুব বেশী না আমার..........