বহুদিন পর প্রেমিকার রাজপথে
চারদিকে শুধুই অর্ধ আত্মার ঘ্রাণ
আর এক জোড়া বসন্তের প্রলেপ।
শুধু দেখা কিন্তু কথা হলো না
আমার একটাই অসুখ
আপনারা যন্ত্রণাও বলতে পারেন।
জোছনারাও মেঘের নুপুর এনেছিল
রাজপথের অবুঝ দেয়ালিকায়
তবুও তাদের বলা হয়নি ভালোবাসি।
পরিপূর্ণ মাদকাসক্ত হয়েছিলাম
কাজল রাঙা হেয়ালি চোখের পাতায়
তবুও বলা হয়নি ভালোবাসি।
তাকিয়ে রইলাম পাখিরা ঘরে ফিরলো
গোধূলি অবেলায় সাজালো প্রণয় তীর্থ
আর মুঠো মুঠো রক্তিম অভয় আভা
ভিতরে ভিতরে কুঁকড়ে যেতে থাকলাম
রোমান্টিক বৃষ্টি নেমে এলো আঙ্গিনা জুড়ে
তবুও বলা হলো না ভালোবাসি।