সবুজের দহন সূচক সূর্যকে স্পর্শ করছে
স্থিতির প্রলয়ে গর্জে উঠেছে কয়েকটি কিট
নোঙর ফেলছে ব্যর্থ কিছু নিঃশ্বাসের গল্প
অবাক তাকিয়ে আছে প্রণয় সম্মেলনের তীর্থ।

প্রেম নেই বলে বৃষ্টিতে ইদানীং বেশ এলার্জি
পুড়ানো এ্যলবাম চোখে ঘটায় তুষারপাত
অসহায়ত্ব ক্রমশই উর্ধ্বগতিতে বেড়েই চলে
সবুজের দহন সূচক তাই সূর্যকে স্পর্শ করে।

বিভিন্ন রকমের অসুখ অনাবৃষ্টির বোমার শহর
প্রেমিকের বেকারত্ব আর মধ্যাহ্নের দীর্ঘশ্বাস
চতুর্থ বিশ্বের মসনদে অন্যতম দরিদ্রতম কবি
উর্ধ্বাকাশে অবাক তাকায় প্রণয় তীর্থের দাবী।

নদীতে তৃষ্ণার গন্ধ পাথরে প্রাণ সঞ্চারের সংলাপ
শুদ্ধ কাঁদা মাটিতে অসংলগ্ন এক রক্তাক্ত কৃষ্ণচূড়া
সবুজের দহন সূচকে অপার্থিব রোদ স্পর্শ করে
ভালোবাসা আজ মধ্য দুপুরে ফুটপাতেই ঘুমিয়ে পরে।


তারিখঃ২০/১২/২১ ইং
মির্জাপুর সদর ময়মনসিংহ