সত্যের পোষাকে মিথ্যার নিরব নিস্তব্ধ ছন্দের বসবাস
ঘোর অন্ধকার ভেদ করে আগমনী অমাবস্যার প্রভাত।
রবির উদয়হীন ভোরের মৃদু স্পন্দনে থর থরে ধরণী।
কবিতারা জেগেছিল সেই ভোরে মানব গুলো জাগেনি।
কাজলের কালো আঁখি ক্রোধে যেন রক্ত মেখেছে রাখি
সবুজহীন গহীন বিতৃষ্ণায় জেগেছে চির স্থির মহাকাল।
বায়ু কোণ হতে এলো সে ছুটে চলছে নিরবধি
মৃত্যুর স্তূপ প্রান্ত থেকে প্রান্তিক মুক্তির মহামিছিল।
বাজছে ডুমরু নাচছে ত্রিশূল ক্রোধিত মহাকাল
হিমপাহাড়ে অগ্নি ঝরে,কাঁপছে পাহাড় থরথরিয়ে।
মৃত্যু বিলাশে রূদ্ধশ্বাসে ছুটছে ত্রিকাল জ্যোতি
ধরণীর বুকে অসহায় শিশু কাঁদছে রূদ্ধরবি।
ক্লান্ত কূজন স্তব্ধ বিজন শব্দহীন নিথর ভালোবাসা
গোধূলি এলো রক্তে রঙ্গিন করে মোড়ানো হলো
পশ্চিমা মেঘের ঘনঘটা মুক্ত সুনীল আকাশটা।
যাবে থেমে হৃৎস্পন্দন, বুঁজবে ছলছল জল ভরা আঁখি।
বন্ধ হবে পথচলা,অবহেলা ফিরবেনা আর ঘরে অচিন পাখি।