ক্ষিপ্ত সিংহের বিক্রমে ছুটে চল প্রচণ্ড বৈশাখী উল্লাসে
যায় যাবে প্রাণ বিপদ সংকুল সেবায় হও আগুয়ান।
রুদ্র ভয়াল শোণিত উৎসবে অফুরান ভালবাসা নিয়ে
স্বপ্নরাজ্যের মোহন ধ্বনির অশ্রু ভরা শাশ্বত আহব্বান।
দুর্বলা নারী,নিঃসহায় শিশু শক্তিহীন বৃদ্ধা মায়ের আর্তনাদ
স্বর্গচ্যুত বিরহী আত্মার ব্যাকুল বেদনা ব্যাধি পীড়া দুর্ঘটনা
সন্তানহারা জননীর আয় আয় জ্বলন্ত আর্তনাদের স্তব্ধ ধ্বনি
শুনিতে তুমি কি পাও,তবে যাও বীরর্ভদ্রা রণাঙ্গনে যাও।
মরন কে করবে বরণ,না হয় করবে জয় চিরকাল পৃথিবী তোমার গৃহ নয়।
মানবতার জিতে জাগ প্রচণ্ড উল্লাসে ধরণীর পথে প্রান্তে
তরঙ্গিত হতে থাক হৃদকক্ষ,মানব হিতে মুক্তি মৃত্যুর মহা উল্লাসে।
তূর্জে গর্জে চল সেবক মহা কল্লোলে সৃষ্টির পীড়া নিরাময় নিমন্ত্রণে।