ভালোবাসার অনাহারে
পাকস্থলিতে বাসা বেঁধেছে গ্যাসস্টিক
মন ও মগজ কেবল শুল্ক দিয়ে গেছে প্রণয়ের
তবুও ভালোবাসা হয়ে উঠে নি।

অভিযোগের ঝাঁঝালো গন্ধে
তোমাদের হৃদপিণ্ড বার বার প্রত্যাখান করেছে
গোলাপের তীব্র ছায়ায় ভালোবাসার রাসায়নিক বিস্ফোরণ
আর আমাদের হৃদপিণ্ডের সরল সমীকরণ।

একমুঠো বনলতা প্রেমের দাবির অপরাধে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কবিকে-
শ্মশানের জলন্ত চিতায় হৃদপিণ্ড জমা দিয়ে
কোটি বছর হাঁটতে দেখেছি
কিন্তু বিংশ শতাব্দীতে এসে-
তার পাকস্থলিতেও গ্যাসস্টিক বাসা বেঁধেছে!

একজন প্রেমিককে
কাজল কিনতে না পাড়ার ব্যর্থতায়
আত্মহত্যার পথে বেছে নিতে দেখেছিলাম
ময়নাতদন্তে তারও গ্যাসস্টিক সমস্যার উল্লেখ দেখেছিলাম
তারও মন আর মগজ কেবল শুল্ক দিয়ে গেছে প্রণয়ের
তবুও ভালোবাসা হয়ে উঠে নি।


তারিখ :২৬/০৮/২০২৩ইং
নেত্রকোনা সদর,ময়মনসিংহ।