তুমি তৃষ্ণায় দাবী নিয়ে এসো না
আমি শতাব্দীর চাতক
স্বাধীনতার থেকে পিপাসায় বহুকাল
সহস্র বিনিদ্র রজনী দাঁড়িয়ে আছি-
যেখানে সাইবেরিয়ার মতোই তীব্র তুষারপাত
ঘরোয়া রাজনীতির দাবানলে পুড়েছে স্বপ্ন
কলম বিপক্ষে দাঁড়িয়েছে স্টেনগান
সেখানে তুমি তৃষ্ণার দাবী নিয়ে এসো না।
আলতা পায়ে দিয়ে নুপুরের জন্য বিক্ষোভ করো না প্রিয়া
আমার অভাবী সংসার ;আলুসিদ্ধ ভাতের জন্য যুদ্ধ
সামান্য বারুদেই পুড়ে যায় স্বপ্ন সত্তার স্নায়ু
পরে থাকে কঙ্কাল,প্রণয়বিদ্ধ হৃদয়
সেখানে তুমি তৃষ্ণার দাবী নিয়ে এসো না
বুকের বাঁ পাশে রক্তজবা ফুটাতে হলুদ শাড়ীটাই পড়ে এসে।