আমি অমীমাংসিত খুনের আসামী
হতে চাই না বলে
গাঢ় রোমান্টিক হয়ে উঠি না।

রোজকারের হরতাল-অবরোধ প্রত্যাহার করে
বেলা অবেলায় রুটিন করে
তোমার চোখে পাড়ায় দৃষ্টি রাখি না।

তোমার আনবিক শহরের রাজপথ
দখল করে তাই বলে উঠি না
কাজলহীন চোখ দু'টো বড্ড বেমানান।

আমি অমীমাংসিত খুনের আসামী
হতে চাই না বলে
গাঢ় রোমান্টিক হয়ে উঠি না।

তারিখঃ২০/১২/২১ ইং
বেগুনবাড়ী সদর ময়মনসিংহ।