অদ্ভুত মায়াময়, কাজল বরণ হরিণী আঁখি
আকাশের অন্তঃপুরসম বিশালতার দৃষ্টিতে দেখি।
কুঁচকানো ব্রু, কপালের লাল টিপ,এলোকেশী চুল
কাঠবাদামটি নোলক হীন প্রেমাশ্বাসে ফুটে ফুল।
প্রেমা সংগীতে জবা রাঙ্গা উষ্ঠের ক্ষীণ মিষ্টি হাসি
কালো তিল চাঁদ মুখের মাঝে,বাজায় মোহিনী বাঁশি।
তুমি,তুমিই,নিশ্চয় তুৃমিই,তোমার কথাই বলছি,
শব্দের রং তুলিতে কলঙ্কহীন চাঁদের ছবি আঁকছি।
নির্মল শরৎতের মেঘতুমি,গোলাপ ফুলের গন্ধ,
কেন্দ্রবিন্দু তুমি নিশাচর নির্শব্দ প্রেমময় মহানান্দ।
কবির কাব্য তুমি,পূর্ণিমায় মহালয়ার শশী,
অপ্সরা দাসি তোমার,ওহে হৃদের নৃত্য বিলাসী।
হে কম্পিত প্রেমা শুনছো তো
দাঁড়িয়ে আছি দুয়ারে তোমার,খুলবে কী দ্বার?
তোমায় পেলে হবে চোখে চাঁদ যে অন্ধকার
ভিক্ষা দাও গো তোমায় তুমি এই পাগলের আবদার।