অশান্ত মন আজ বড় চঞ্চল চড়ুই
বাঁজে না রাখালের বাঁশি সবুজ মাঠ হয়েছে শ্মশান বিলাসী।
নেই ফেরি ঘাটে লোকজনের সমাগম
কোলাহল মুক্ত শান্ত ধরণীর স্তব্ধ আর্তনাদ।
আতঙ্কে দিগ্বিদিক বিষন্ন ভগ্ন হৃদয় চুপচাপ
নির্ঘুম রাত দুঃস্বপ্নের নিরব আঘাতে থমকে দাঁড়ায়।
নৃত্যহীন প্রকৃতি ভয়ে ভয়ে ছন্দহীন ছুটছে
থেমে গেছে ব্যস্ত নগরের অবিরাম ছুটে চলা।
করোনা ভাইরাসের মৃত্যু স্লোগানে মুখরিত ধরা
স্রষ্টার সৃষ্টি নাকি সৃষ্টির তৈরি মৃত্যুযজ্ঞের মহড়া।
শক্তির দাপটে দাস্তিক সময়ে মাছ ডাকতে শাক
স্থির চিত্তে দিব্য দৃষ্টে দেখ অদৃশ্যের পাতা ফাঁদ।
স্বার্থের নিশ্চুপ মায়া, অশুভ শক্তির কায়ায় বিনাশে,
নির্মল নিখুঁত সঞ্জীবনী প্রাণশক্তির প্রয়োজন ধরার।
এসো এসো নির্মল নিষ্পাপ মহাযোগী সম্রাট
পাপ বিনাশী ঝাণ্ডা উড়িয়ে নির্মূল কর মহাপাপ।