কল্পনায় স্বাধীনতা সত্বেও আভিআত্মিক দৃষ্টিহীন
যুক্তিবাদের গুমোট ভেঙ্গে রোমান্টিকতার অশ্লীল দর্পণ।
তিমির লিপ্ত দ্বীপতটে প্রভেদ প্রভক্তার সমিল আলাপন
প্রতীকিতার উৎসস্থলে সমগ্রভাবে পবিত্রতা প্রয়োজন।

নিঃসঙ্গ চেতনা সাক্ষদেয় বিশ্বসমগ্র ক্ষতবিক্ষত
বর্বর সভ্যতায় নগ্ন হয়ে রয় মহাকাব্যের রাষ্ট্রবিপ্লব
রোমান্টিকতার জঞ্জালে নগ্ন উনিশ শতক
নৈপুণ্য বলে আকস্মিক সমৃদ্ধ শিল্প সমালোচক।

অবৈধ অন্ধকার রহস্যময় ইস্ত্রিকরা অস্বীকৃত বিধান
সন্দেহহীন অকথ্য পাপোমুখ্য মিথ্যার পোষাক করা পরিধান।
সামাজিক মূল্যবোধ জাতীয় বিলুপ্ত চেতনা আত্মপীড়িতের বেদনা
অনন্য শব্দগুচ্ছে অবিচ্ছদ্য চিত্তে হোক এবার মুক্তির সাধনা।

ইন্দ্রিয়বিলাসে প্রাণতপ্ত স্পন্দনময় নগ্নতার হোক অবসান
পূর্ণের সন্ধান,সত্যের আভিধানে জ্বলমলে উঠুক সাহিত্যের উঠান
বিশ্বমৈত্রীর দূতপ্রধান আত্ম চৈতন্য করুন দান
শুদ্ধ সংহত নির্ভীক দর্পনশোভিত সুপ্রসাধিত হোক প্রাণ।


তারিখঃ২৯/০৭/২০২০ ইং
মির্জাপুর ময়মনসিংহ