জন্মলগ্নেই চে গুয়েভারার গন আন্দোলনে
যারা ফাঁসির দাবী নিয়ে দাড়িয়ে ছিল
নগ্ন নগরের বিষন্ন দেয়ালিকার
তোমারা তাদের মাথায় রিবালবার ঠেকালে।
কবিতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে
নিষিদ্ধ ঘোষনা করলে কিছু শব্দকে
তারপর ক্ষুধার শহরে কার্যকর করলে তাদের ফাঁসির দণ্ড।
তবুও সেই আদালত চত্বরে ভালোবাসার প্রজ্ঞাপনকে
প্রত্যাখান করতে ব্যর্থ হয়েছি বলেই
তোমারা আমাকে আজন্ম ব্যর্থই বলে গেলে।
আগামীর বিস্ফোরক ছিটিয়ে দিয়ে
তোমরা কেবলই অপেক্ষা করছো গন বিদ্রোহের।
গনহত্যার বাস্তুভিটায় পিতার লাশের উপর হামাগুড়ি দিয়ে
আমরাও উঠে দাঁড়িয়ে স্থির দৃষ্টি ছুঁড়ে দিব
স্টেনগানের গুলি আর একুশবাদী গাড়লদের বিপক্ষে
প্রজন্মের চে গুয়েভারা নিশ্চয়ই দাঁড়াবে রাজপথে।