সূর্যাস্তের রক্তরাগে শতাব্দীর খেয়ায়
লাশ পোড়া ভোরে জ্বলছে মায়ের শাড়ি
মৃত্যুর তৃষ্ণায় গর্জায় আহত তিতাস
আতঙ্ক শিল্প শহর,ক্ষতবিক্ষত ভালোবাসা।
আশ্বাস হয়ে ফিরে আসে বিপ্লবের উৎসব
উত্তপ্ত শান্তি নিকেতন দুঃখিনী বর্ণমালা
ফায়ারিং স্কোয়াডে ভালোবাসার গণহত্যা
মৃত্যুর বিভৎস গন্ধে মাতাল পথের বাতাস।
মিছিলের প্রথম পতাকা বিদায়ের বিষন্ন রুমাল
জীবনের রাজপথে অর্ধদুপুর হরতাল
সাহসী স্বপ্নে রক্তাক্ত কাফন নিষিদ্ধ আধার
বন্দি শিবিরে ভাষাহীন দগ্ধ অভিশাপ।
টলমলে হাওয়ায় রৌদ্রেয় ছায়ায় বিস্তীর্ণ শশানে
মজিব সন্তান উপোষ ভাঙ্গা নিভৃত মিনারে
লুটেরা ছুটছে স্বার্থসন্ধানে প্রশাসনিক ভবনে
অক্ষমতার গ্লানিকে ডাকবে তরীর জাগরনে।
শতাব্দীর খেয়ার রক্তে বঞ্চিত উষ্ণ হাহাকার
নিরুদ্দেশ ঢেউগুচ্ছ মৌলিক অধিকার রক্ষার।