এখনো রাত জাগি অযথাই মোমবাতি পোড়াই
তোমার স্বপ্নে বিভোর হয়ে মস্তিষ্কে জটলা পাকাই
শিরোনামহীন কোন অভিধানে লিখে ফেলতে চাই
প্রিয় রং গন্ধের পরিচিত একটি নাম ভালোবাসা।
হয়তোবা জন্ম মৃত্যুর তৃষ্ণায় তোমাকে স্বাধীনতা বলি
কখনো সখনো বলে ফেলি হরতালহীন একটি নিঃশ্বাস
নয়তো বা আসাদের টি-শার্টের লেগে থাকা রঙিন কৃষ্ণচূড়া
অথবা সবুজের উর্ধ্বমূখী সূচকে ফোটা রক্তাক্ত একটি সূর্যমূখী।
বদ্ধভূমির রক্তে তোমাকে বিতর্কিত এক বর্ণবাদী মনে হয়
পরিচ্ছন্নকারী ক্ষুধার্ত কাক গুলোকে শোষিত মনে হয়
জৈব সারের বিবর্তনে সবুজ লতা পাতা আজ বিবর্ণমুখ
তবুও এখনো রাত জাগি অযথাই মোমবাতি পোড়াই।
তৃষ্ণার্ত লালকে দেখি রাজপথে মুখ থুবড়ে পড়ে আছে
অযত্নের হৃদপিণ্ডটা ক্রমশই থেমে আসতে চায় নিরবধি
একটি যন্ত্রণার আকাশ কিনে নিই মানবিকতার দামে
এক টুকরো চাঁদ যেন গঙ্গা স্নানকৃত দূর্লভ কৃষ্ণ হরিণ।
তবুও আজকাল আমার নিয়মিত মোম পোড়ানো রুটিন
স্মৃতির নিউরনে রং গন্ধহীন সংলাপের আলোচ্য বিষয়
শিরোনামহীন কোন অভিধানে লিখে ফেরার তীব্র ইচ্ছা
বিজ্ঞানসম্মত ভালোবাসার দাবী তোমাকে চাই স্বাধীনতা।