অবহেলার ধুঁয়ে গেছে কাজলের মায়া
ঘরোয়া রাজনীতির দাবানলে পুড়ে গেছে
জাম কালো টিপ আর বেনারসি খোঁপা
ভালো থেকো প্রজাপতি আর হবে না দেখা।
এবার আমি ঘাস ফড়িংয়ে ডানায়
খুঁজে বেড়াবো ব্যর্থ আ-কারের নির্জন শিল্প
প্রস্থানের নিগূঢ় ক্ষতে পুড়ে কতটা হয়েছি রক্তাক্ত
শুদ্ধ প্রেম চিরকাল শোকার্ত আর বঞ্চিত।
ভালো থেকো প্রজাপতি সঙ্গম-সৎকারে
প্রণয়ের দাবীতে যদিও আর দেখা হবে না
ভালোবাসার গাঢ় বিশুদ্ধ রঙে-
যদিও তোমাকে আঁলতো ভাবে ছোঁয়া হবে না
অযত্নে দ্বিধায় প্রাচীন প্রেমের তীর্থে।
তবুও রাজপথে মিছিল হবে
শুদ্ধ পূণ্যশীল একটা চুমুর দাবীতে
সেই মিছিলে নিশ্চয়ই দেখবে গুলিবিদ্ধ আমাকে!