অনাগত ভবিষ্যতের উর্বর মাটিতে স্বপ্নের ছায়া
স্বপ্নের সাথে বাস্তবতার মিলনের আপ্রান প্রয়াস।
সময়ের কাটা ঘুরে চলে,তেপান্তরের নদীর বাঁকে
শাপলা ফুটে,দোয়েল ডাকে,আলোময় প্রভাতে।
কাকতাড়ুয়া,অতীতের ব্যর্থতা গ্রাস করতে চায়
আলোময় পথে ধূমকেতুর রথে ব্যর্থতা পালায়।
অভিযাত্রিক ছুটে অসুর পরে মাথা নুয়িয়ে লুটে
মৃত্তিকার ঘ্রাণ,উদাত্ত পৃথিবী,যাদুদের সমাধীর তটে
ব্রক্ষের আস্বাদ,শিক্ষিত অভিজাত,কমল-কাটার ইতিবৃত্ত
নবীনের দল করেছে সব কতল,সাম্যবাদী প্রতিষ্ঠিত।
সৈনিক বধূ,কফিনের কাহিনী, নিরলস যাত্রা যুদ্ধের খসড়া
হাড়লো মায়া,কলঙ্কের ছায়া,বিজয়ীর বেশে ফিরল যাত্রীরা।
পথে পথে বইছে সুঘ্রাণ,স্ব-মহিমায় মহান চির উন্মুক্তের গান
উর্বর মাটিতে বাস্তবতার সাথে মিলিয়ে দিল আনন্দময়ীর প্রাণ