নীলাকাশে অদৃশ্য আনন্দে
এক ভেজা গাঙচিল উড়ে ছিল।
হৃদয়ে পূর্ণতা নিয়ে দেখে ছিলাম
আমার জাহানের মনে স্বপ্ননীল আনন্দ।
সেদিন আমি শূন্য শ্মশান
মুক্তকণ্ঠে গেয়ে ছিলাম গান
গেঁথে ছিলাম বকুল মালা
অস্পষ্ট সুরে বলেছিলাম ভালোবাসি।
ছাইরঙা পাতা বক্ষে গাঁথা
এলো কেশে সুগন্ধ মাখা
কাজল কালো তার আঁখি
উড়েছে গাঙচিল আমায় দিয়ে ফাঁকি।
শীতলক্ষায় ঢেউ উঠেছে আজ
পড়েছে মাঝি বড় সংকটে।
চোখের জলে ভিজেছে কবিতার খাতা।
কি করে ভুলবো সেই নীল পান্ডুলিপিটা?