শব্দহীন নিশ্চুপ এক রাত্রী ক্লান্তিহীন নির্ঘুম,
শত প্রশ্নের আনাগোনা এই শ্মশান তল্লাটে
পিছু ফিরে চাই কিছু যদি পাই,
কেউ নাই কেউ নাই,ঘুমন্ত নগর।
নড়ছে না অধর,নেই পরিচিত হাসি
হয়েছি উদাস নেই আজ উদাসী.
হৃদ কেঁপে উঠে অন্ধকার নিশীতে
বারুদের গন্ধ ষ্টেনগানের গুলিতে।
দুঃখী মানুষের চিৎকার,নীবর দুর্ভিক্ষের ছাপ
কল্পনায় কেটেছে রাত হয়েছে প্রভাত
কাকভেজা ভোর,বাঁজিছে দুঃখের ঝুমুর
লাশের মিছিল হচ্ছে ভারী,গেরিলা স্কোয়ার্ড।
রক্ত ঝরছে আবিরত এক খণ্ড মাংস নির্বিচার
নির্জন রাস্তার দু'ধারে গুলিবিদ্ধ অবস্থায় চিৎকার
রক্ত খচিত দেহটার প্রবাহমান নদীর খড়স্রোতে
ইচ্ছার সমুদ্রে বাঁচার তাগিদে অশ্রু-গড়া স্মৃতি।
ঝাঁকে ঝাঁকে ষ্টেন গান গর্জে উঠলো মৃত্যুর ক্ষুধা
মহামিলনের তীর্থে জ্যামিতিক নকশায় উঠে দাঁড়ালো।
কবিতাপাঠ,নঘটে ছন্দপতন,সাউন্ড অফ মেশিন গান
দু'কুল ভেঙ্গে ফুলে উঠে ঢেউ বুক নদী সাঁতারে সাঁতারে।
সহস্রধারায় জোয়ার-ভাঁটায় দুরন্ত জীবন-নির্ঝরিণী
সর্বনাশা ভয়াবহ প্রেমে আঁখিতে কাঁপিত প্রাণখানি।
বড় ইচ্ছে জাগে স্রোতের ধাক্কায় ভালবাসব শক্ত করে
হারিয়ে যাব নীলে নিজের অজান্তেই তোমার মনের ঘরে।