কেবলই মাংস পোড়া গন্ধ আর মুখোমুখি বারুদ
ক্ষুধার্ত কঙ্কালের চিৎকার পুঁজিবাদি সুশীল গণতন্ত্র
কৃষকের রক্ত চক্ষু অপেক্ষা করে সারের দাম বৃদ্ধি আর
পাকস্থলীহীন চা শ্রমিকের নিদারুণ গ্যাস্টিকের গল্প।
ডাল ভাতের গন্ধটাও আজ অনেকটাই অনিশ্চিত
রাষ্ট্রযন্ত্রের মোড়ে মোড়ে দাঁড়িয়েছে লুটত্বরাজ আমলা
গণ ট্রাফিকে রোজ ফেঁসে যাচ্ছে কৃষক শ্রমিক জনতা
কেবলই বেড়েই চলছে নিদারুণ গ্যাস্টিকের গল্পটা।
জন্ম ভিক্ষার আকুতিতে আর কতকাল
নির্ঘুম রাজপথে হরতাল ডাকবে দাফনকৃত লাশ।
মৃত্যুর তৃষ্ণা কতটা বৃদ্ধি পেলে পূনরায় বাঁচা যাবে
কত ফোঁটা রক্ত অর্ঘ্যে দূর্নীতি চাষাবাদ বন্ধ হবে।
জাতীয় দেওয়ালিকায় শুধুই দ্রব মূল্যের উর্ধ্বগতি
আর বাতাসে ভেসে বেঁড়ায় ক্ষুধার্তের আর্তচিৎকার
ক্ষুধার যন্ত্রণায় আগামীর শিশু মরছে আজি
হে মানচিত্র!জনতার এত লাশ আমি রাখব কোথায়?