নীল চুড়ি নীল শাড়ী
গাঢ় কালো কাজলে
ইদানীং আমি আর খুন হই না
খুঁজিনা ঠিকানা;কোন নীল আঁচলে।
কবিতার গন্ধে আমি ভরপুর মাতাল
অনেকটা উদাসীন শব্দের নিখুঁত পূর্ণিমায়
অস্তিত্বকে বার বার খুঁড়ে তোমাকে আবিষ্কারে ইচ্ছেটা
এখন একেবারে নেই বললেই চলে।
তোমার চোখের মায়া গহবরটাও
প্রায় ভুলতে বসেছি
মনে হয় স্মৃতি শক্তির দূর্বলতা।
শুধু এতটুকু মনে আছে
তুমি হাসলে গালে একটা ছোট্ট টোল পড়ত
তখন পৃথিবীর হাড়িয়ে ফেলত তার ঘূর্ণন গতি
সেখানে শুধুই পড়ে থাকতো আমার মৃত্যুর দাবী।
আমি খুন হতাম সেই চেনা হাসিতে
নীল চুড়ি নীল শাড়ি গাঢ় কালো কাজলের
আত্মঘাতী আঘাতে আঘাতে।
কিন্তু তোমার অবহেলা আমাকে
উদাসী করে তুললো
বেঁচে থাকার অধম্য বাসনা জেগে উঠলো
আমি যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেলাম,
ঠিকানা হারালাম;তোমার দিকে হাত বাড়ালাম
আমার হাত পুড়ে গেল।
আমি অবাক বিস্ময়ে তোমার দিকে তাকালাম
আমি অন্ধ হয়ে গেলাম।
একি বিস্ময়! আমি বেঁচে গেলাম
শুধুই পোষে রইলো খুন হওয়ার তীব্র বাসনা।