আচ্ছা তোমরা কি বলতে পার
ভালবাসা কেমন হয় –
তোমরা বলবে খুব সুন্দর দুটি কথা ভাল বাসা
যেখানে দুটি মন মিলে এক হয়ে যায়-
যেখানে থাকে না ভেদা ভেদ- থাকে না মনের গ্লানি
দুটি চোখ থাকে অপলক হয়ে-
যেখানে বুকের মাঝে বেজে চলে হৃত্কম্প
যেখানে মন তার সাথে কথা বলে-
যেখানে তাকে দেখার জন্য মন আকুলিত হয়
হ্যাঁ ঠিক ধরেছ-
ভালবাসা হৃদয়ের বন্ধন-সে যে ছল কপোটতা জানে না
তাকে পাওয়ার আশায় চিত্ত চঞ্চল হয়ে ওঠে
এই বুঝি সে এলো মোর দ্বারে- তাকে দেখলে মন পুলিকিত হয়ে ওঠে
হ্যাঁ এই পৃথিবীর বুকে কত কবি প্রেমের রচনা করেছে
কত গান লিখে গেছে-তাদের সুরে- পৃথিবীর বুকে প্রেম সত্য
হয়ে আজও বিরাজ মান-আর যত দিন পৃথিবী থাকবে তার
মাঝে ভাল বাসা চিরন্তন থাকবে-
কত বিরহ-কত-সুখ-কত প্রাণের বিনিময় –
প্রেমের মাঝে বিশ্বাস আর অবিশ্বাস – ভুল বোঝাবুঝি
দুটি হৃদয় ভিন্ন হয়ে যায় একে অপরের ভুল বুঝে
আবার কত হৃদয় নিজের মনের ঝগড়া মিটিয়ে
জীবন কাটিয়ে দেয় এক অনন্য সুখে-
তাই  আমি রচিয়া যায় আমার কবিতায়
লক্ষ্মী তুমি থেকো না দূরে, কাঁদে মন তোমার ত্বরে
আশার আলো জ্বেলে দিয়ো না নিভিয়ে-
মনের দুয়ারে রেখেছি গোপনে-তোমার পরশ খানি
প্রাণ খুলে কথা বলো- থেকো না চুপটি করি-
কত কথা বলেছি তোমায়, ব্যথা লেগেছে তোমার মনে
ব্যথা দিতে চাই নি, কেমনে হয়ে গেল সব দূরে
আমার মন পারে নি গো সব কথা বলতে
অনেক ছিল বলা আমার, পারলাম না গুছিয়ে বলতে
আমি ছিলাম যে অন্ধকারে, রয়ে গেলাম সেই আঁধারে
দুটি নয়ন বেয়ে নিরবে খালি অশ্রু ঝরে পড়ে-
একথা খালি জানে আমি আর অন্তর্যামী-
আমি যে ভালবেসেছি তোমায়, তুমি শুধু আমারি
যেয়োন না দূরে – ভেঙো না মন – ফিরে এসো তুমি
তোমা বিনা শূন্য আমি, প্রতিটিক্ষণ হৃদয় আমার হাহাকার করে
রয়েছি বসে পথ চেয়ে তোমার-আসিবে তুমি ফিরে,
তোমার হাতের ছোঁয়ায় প্রলেপ দিয়ে-হৃদয় দিয়ো গো ভরে
চোখের কোনে যে অশ্রু পুঁছে দিয়ো তোমার আঁচল দিয়ে
আমি যে চেয়েছি শুধু তোমাকেই চেয়েছি-চাইব জীবনভোর
এজীবন আমি সঁপেছি  যে তোমায় তুমি লক্ষ্মী প্রিয়া মোর