নোটের আকালে ভুগছে দেশের জনগন
কেহ বলছে বার হয়ে আসবে যত কালধন
কেহ বলছে সবি ঠিক কিছু দিনের কষ্ট
কেহ বলছে পেটের জ্বালা বড় জ্বালা
সইব কেমন করে, এটিএমগুলি ফাঁকা পড়ে
টাকা পাইনা ব্যাঙ্কের লম্বা লাইন দিয়ে
লাইন দিয়ে ফিরে আসা রোজমরা জীবন
এর থেকে ভাল হত যদি হত আমাদের মরণ
মানছি আমরা কষ্ট, কিছু দিনের জন্য
এই কিছু দিন খাব কি বলতে পারো কেহ
আপনি দেবেন দুদিন অন্ন, তিনদিনে কোথায় যাব
চতুর্থ দিনে পয়সা পাব আপনারা কি নিশ্চয়
ভাগ্য আমাদের ঝুলছে এখন সরকারের খাতায়।
ফিরে আসবে সুদিন থাকব প্রতীক্ষায়-
একজন মানুষ পাগল হয় সবাই নয়তো পাগল
কালবাজারি করছে কিছু মানুষ বাকি মানুষ নয়
কানুন দেবীর দুছোখ বন্ধ সমান বিচার হয়
পেট বলছে দোষীদের সাজা দাও, ধরো তাদের জবর
তাদের ধরতে কেন আমাদের মারছ রোজ রোজ
ডিজিটাল হবে আমাদের দেশ-খুশির খবর হোক ঘরে ঘরে
তার আগে চাই অন্ন প্রতিটি ঘরে ঘরে
মানুষ মেরে, সাজা দিয়ে, চাও ডিজিটাল করতে
শিক্ষা দিয়ে মানুষ গড়, যেখানে প্রয়োজন আলো দিয়ে
নৈতিকতা ফিরেয়ে আনো-অন্ন ফলাও জমিতে
ইণ্ডিষ্ট্রি গড়ো-দেশ হতে দেশান্তরে-মানুষ বাঁচুক নৈতিকতা নিয়ে
যাহার সাজা তাকে দাও, সমস্ত মানুষকে নয়।
মরছে মানুষ টাকার আকালে এটাই কি সভ্যসমাজ
কিন্তু মানুষকে কষ্ট দিয়ে-দেশ গড়া যায় না
মানুষকে ক্ষুধার্ত রেখে ডিজিটাল হওয়া যায় না
আগে অন্ন, নৈতিকতা-শিক্ষা- আর
আমাদের দেশের সমাজচেতনা
শিক্ষার আলোয় আলোকিত হোক
সমাজের সমস্ত প্রশাসন নিচুর তলা থেকে উঁচুতলা পর্যন্ত
তাদের কাজ ধৈর্য্যের সাথে করুক
নিশ্চয় আমাদের দেশ ডিজিটাল হবে
কালবাজারির হাত থেকে বাঁচবে
আমরা ক্ষুধার্ত আমাদের অন্ন দাও