বিষণ্ণতা হৃদয়, মনে বড় হাহাকার
তোমাকে বুঝলা না কেউ-
সবাই মনে মনে তোমাকে দোষে আমার জন্য
কেহ জানতে চাইল না কেনো আসি তোমার দ্বারে
তুমি যে আমার মা, আমার শখা আমার বন্ধু
আমি যে বড় একা- সকল ব্যথা তোমাকে উজাড় করি
রাত নেই, দিন নেই, সময় নেই- দৌড়ে আসি পাগল প্রাণা হয়ে
এই পৃথিবীটা সম্পর্কের মানে জানে না- তারা ওপর দেখে
মনের কোনের অশ্রু দেখে না- কেহ তোমার অন্তরের ভালবাসা দেখে না-
তুমি আমাকে কত বার বারণ করেছো তোমার দ্বারে আসতে
কিন্তু মায়ের মন্দিরে কি কেউ না গিয়ে থাকতে পারে
বৌদি যে মায়ের সমান- সে মায়ের সমতুল্য-
বাবা-মায়ের অবর্তমানে বৌদি ও দাদা সেই জায়গা নেয়
আমি যে তোমাদের ভালবাসি-
আমি জানি সবাই তোমাকে কষ্ট দেয় আমার জন্য
তুমি বলো সবাই রাগ করে আমার আসার জন্য
কেহ আমাকে ডাকে না, আমি চলে আসি তোমার কাছে
সবাই বলে এত টান কিসের আজ কালের যুগে
আমি তো পরের ঘরের ছেলে-
তুমি আমাকে কতবার বারণ করেছো তোমার কাছে আসতে
আমার মনে বড় কষ্ট হয়
জানি আমি তোমার পেটের ছেলে নয়- তুমি আমার পাতানো বৌদি
তাই তুমি আমাকে ভাল বাসলেও কেও সেটা মানতে চায় না-
সবাই যেন কেমন করে দেখে- কিন্তু আমি যে তোমাদের বড় ভালবাসি
তুমি যে আমাকে অনেক আদর দিয়েছো
তুমি যে আমার মা, আমার শখা আমার বন্ধু
তোমার আদর, তোমার আর্শীবাদ, আমার মাথায় তোমার হাত
এজীবনে কোনো দিন ভুলতে পারব না
তোমাকে দূরে থেকে প্রণাম করি শতবার
না বৌদি থাক
আর আমি তোমার কাছে আসব না-
আর তোমার সাথে ঝগড়া করব না-
আমি আর কিছু খেতে চাইব না তোমার কাছে
তোমার নিজের দেওর ছেলে সবাইকে নিয়ে তুমি ভাল থেকো
আমি যেমন পর, আমি চলে যাব- তুমি তাদের সাথে যেমন
হেসে কথা বলো ঠিক তেমনটি সব সময় হাসবে
আর তোমার সাথে কথা বলতে আসবে না
কারণ আমি চাই না আমার বৌদি আমার জন্য কষ্ট পাক
আবার যদি ফিরে আসি পৃথিবীতে তুমি আমার মা হবে
তুমি আমার বন্ধু হবে, তুমি আমার শখা হবে
আর আমি তোমাকে কষ্ট দেব না- আর আমার জন্য
কেহ তোমার ওপর রাগ করবে না –